কালিয়াচকে অস্ত্র কারখানার হদিশ, ৪৮টি পিস্তল বাজেয়াপ্ত

বাজেয়াপ্ত হয় অর্ধসমাপ্ত বহু আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম
স্বাধীনতা দিবসের ভোরে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র৷ গ্রেফতার করা হয়েছে মোট ৭ জনকে, এদের মধ্যে ৬ জনই ঝাড়খণ্ড মুঙ্গেরের বাসিন্দা৷ এপ্রসঙ্গে জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে দেবীপুর গ্রামে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ৷ সেই গ্রামের বাসিন্দা লুৎফর হকের বাড়িতে হানা দিয়ে ৪৮টি তৈরি হওয়া ৭ ও ৯ মিলিমিটার পিস্তল বাজেয়াপ্ত করা হয়৷ একই সঙ্গে বাজেয়াপ্ত হয় অর্ধসমাপ্ত বহু আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম৷ ওই বাড়ি থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়৷ তাদের বাড়ি ঝাড়খণ্ডের মুঙ্গেরে৷ বাড়ি মালিক লুৎফর হককেও গ্রেফতার করা হয়েছে৷ তার হেপাজত থেকে ৫০ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত হয়েছে৷ কালিয়াচক এলাকায় এর আগে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়নি বলেই জানিয়েছেন পুলিশ সুপার৷ তিনি আরও বলেন, গত এক বছর ধরেই তাঁরা কালিয়াচক এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধ করতে লাগাতার কাজ করে যাচ্ছেন৷ এলাকার মানুষও এই কাজে পুলিশের পাশে এসে দাঁড়িয়েছে৷ কালিয়াচকে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত৷ এসব অস্ত্র বাংলাদেশে পাচার করা হত কিনা তাও তাঁরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখছেন৷
পুলিশ জানিয়েছে এদিন মুঙ্গেরের যেসব অস্ত্র তৈরির কারিগর ধরা পড়েছে তাদের নেতৃত্বে রয়েছে মুঙ্গেরের মীর্জাপুর গ্রামের মহম্মদ সায়েদ ওরফে মান্নার৷ আগামীকাল জেলা আদালতের মাধ্যমে তাদের পুলিশি হেপাজতে নেওয়া হবে৷