টোটো তল্লাশি করে শতাধিক মোবাইল ফোন উদ্ধার
১০১টি চোরাই মোবাইল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।
গতকাল রাতে তথ্যের ভিত্তিতে দুটি টোটো আটক করে তল্লাশি চালিয়ে ১০১টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার হয়। টোটোর নীচে একটি টিনের বাক্সের মধ্যে থেকে ফোনগুলি পাওয়া যায়। গ্রেফতার করা হয় মোমিন শেখ (২০) নামে এক ব্যক্তিকে। ধৃত মিলিক সুলতানপুর গ্রামের বাসিন্দা। কালিয়াচক থানার পুলিশ ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
Comentários