ঋত্বিকা মণ্ডল
বাংলার অনেক ঋতু বৈচিত্র্য আছে৷ গ্রীষ্ম আমাদের প্রথম ঋতু৷ বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল৷ এই ঋতু দিয়ে বাংলার বছর শুরু হয়৷ এই সময় সূর্যের প্রখর তাপ বাড়ে৷ এই তাপের থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের গরমের ছুটি পড়ে৷ প্রতিবছর আমরা গরমের ছুটিতে বেড়াতে যাই৷ এবার আমাদের স্কুলের তরফ থেকে কিছু ছাত্রছাত্রীকে কুলু-মানালিতে নিয়ে যাওয়া হয়েছিল৷ প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নিয়ে প্রথমে ট্রেনে করে, পরে সেখান থেকে বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল৷ প্রত্যেককে সময়ে সময়ে টিফিন ও রাতে খাওয়ার দেওয়া হয়েছিল৷ আমি ও আমার বন্ধুরা সেখানে ট্রেকিং করে পাহাড়ে উঠেছিলাম৷ সেখানকার পাহাড়গুলি তুষারাবৃত্ত ছিল৷ সেখানে প্রচণ্ড ঠান্ডা ছিল৷ আমরা তাবুতে ছিলাম৷ তাবুতে থাকার অভিজ্ঞতা আমার এই প্রথমবার হল৷ তাবুর ভেতরে আমরা রাতে খুব মজা করতাম৷ আমার সেখানকার দৃশ্যগুলি অপূর্ব লেগেছে৷ আমাদের এই ভ্রমণটা ছিল নয়দিনের৷ এই নয়দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না৷ তবে এই নয়দিনের ছুটির অভিজ্ঞতা আমার স্মৃতিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে৷ সেখান থেকে ট্রেনে করে বাড়ি ফেরার সময় আমার মন খুব খারাপ করছিল৷ তারপর বাড়িতে এসে আমাদের স্কুলের কিছু ছুটির পড়া দিয়েছিল সেইগুলি করলাম৷ কিন্তু পড়ার সময়ও এমনকি এখনো মানালির দৃশ্যগুলো আমার চোখে ভেসে ওঠে৷ মানালিতে ছুটি কাটানোর অভিজ্ঞতা আমি কখনোই ভুলব না৷
ঋত্বিকা মণ্ডল
চতুর্থ শ্রেণি, ড্যাফোডিল পাবলিক স্কুল