পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ
গৃহবধূকে শ্বাসরোধ করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল পুখুরিয়া থানা এলাকায়। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
মৃত গৃহবধূর নাম বিউটি বিবি (২১)। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে প্রেমের সম্পর্ক থেকে দাম্পত্য জীবনে প্রবেশ করে বিউটি। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা এই বিয়ে মেনে নিতে পারেনি। তিন বছর ধরে প্রায় প্রতিদিনই পরিবারে ঝামেলা লেগে থাকত। একাধিকবার শ্বশুরবাড়ির লোকজন পণের দাবি করেছিল বলেও অভিযোগ মৃতের পরিবারের। এনিয়ে একাধিকবার সালিশি সভাও হয় গ্রামে। আজ সকালে বিউটি বিবির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে পুখুরিয়া থানার পুলিশ। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে স্বামী জাকির খান সহ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
[ আরও খবরঃ কুমির আতঙ্ক বৈরগাছিতে, বনদপ্তর জানাল ঘড়িয়াল ]
পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
ছবিটি প্রতীকী