ট্রেনের নিচে চাপা পড়ল যুবকের স্বপ্ন
প্রতিদিনের মত রাতে খাওয়ার পরে রেললাইনের ধারে ঘুরতে গিয়েছিল বছর ২০-র দীপঙ্কর রায়। কিন্তু সে বুঝতে পারেনি যে পিছন থেকে কখন ট্রেন চলে এসেছে আর এই অসাবধানতার ফলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে মালদা বালুরঘাট রেল লাইন শাখার ভালুকা নামক স্থানে। ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের জামাইবাবু নিখিল রায় জানান, হরিরামপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর প্রতিদিন রাতে পড়াশোনার পর রাতের খাবার শেষ করে অভ্যাস মতো রেললাইনে বেড়াতে যেত। কিন্তু সে বুঝতে পারেনি যে কখন ট্রেন চলেছে, আর এই অসাবধানতার ফলে সে ট্রেনে কাটা পড়ে। স্থানীয় বাসিন্দারা একটি জোরে শব্দ শুনে বেরিয়ে এসে দেখতে পায় ট্রেনটি থেমে গেছে এবং পরে দেখা যায় ট্রেনের তলে দীপঙ্করের মৃতদেহ পড়ে আছে। পরে রেল পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Tags:
13 views