রোজগার বন্ধ হয়ে যাওয়াতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
অভাবের তাড়নায় মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। শুক্রবার সকালে ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা হাতিছাপা গ্রামের। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে।
আর্থিক উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।
মৃত ব্যক্তির নাম উদয় কর্মকার(৪০)। পেশায় কাঠমিস্ত্রি। পরিবারে রয়েছেন স্ত্রী সহ তিন মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কাজ বন্ধ হয়ে পড়ে উদয়বাবুর। আর্থিক উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন উদয়বাবু। শুক্রবার সকালে পরিবারের লোকেরা ঘরের মধ্যে ঝুলন্ত দেহ দেখতে পান। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Tags:
44 views