কালিয়াচকে লিচুর বাগানে ঝুলন্ত দেহ
পুরোনো বিবাদের জেরে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করে বাগানের গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল কালিয়াচকে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃতের পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক থানার আলিনগর গ্রাম পঞ্চায়েত নবীনগর উত্তরপাড়া এলাকায়।
পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করার পর ঝুলিতে দেওয়া হয়েছে।
মৃতের নাম আবদুল মান্নান শেখ (৪৫)। জানা গেছে, প্রতিবেশী তৈমুর শেখের সঙ্গে পুরোনো শত্রুতা ছিল আবদুলের। প্রায় চার মাস আগে আবারও একটি বিবাদের ঘটনা ঘটে। তারপর ভিনরাজ্যে চলে যায় আবদুল সাহেব। সাতদিন আগে বাড়ি ফিরে আসেন তিনি। আজ সকালে বাড়ি থেকে সামান্য দূরে লিচুর বাগানে ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। পরিবারের অভিযোগ, আবদুল সাহেবকে শ্বাসরোধ করে খুন করার পর ঝুলিতে দেওয়া হয়েছে। ঘটনায় তৈমুর শেখ সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আবদুল সাহেবের পরিবারের লোকজন। ঘটনার লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।