থেমে গেছে আন্ডারপাস তৈরির কাজ, কর্দমাক্ত পথে নাজেহাল হরিশ্চন্দ্রপুর
অর্ধনির্মিত হয়ে পড়ে আছে রেলের আন্ডারপাস। অল্প বৃষ্টিতেই জল জমে বন্ধ হয়ে যাচ্ছে বাইপাস দিয়ে চলাচলের রাস্তা। তৈরি হয়নি লিঙ্ক রোড। এর জেরে সমস্যায় সংলগ্ন এলাকার গ্রামের মানুষরা। জনপ্রতিনিধি থেকে শুরু করে রেল দফতরের বিভিন্ন কর্মকর্তাকে নিয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই নিয়ে ক্ষোভ জমছে হরিশ্চন্দ্রপুরে।
এলাকার বাসিন্দা আজিজুর রহমান জানান, বছর খানেক ধরে অর্ধনির্মিত হয়ে পড়ে আছে আন্ডারপাসটি। কোনও লিঙ্ক রোড নেই। আন্ডারপাসের নিচে রাস্তাটিও কাঁচা। বৃষ্টির জল জমে কর্দমাক্ত হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। অনেক আন্দোলনের পরে আন্ডারপাসের কাজ শুরু হয়েছিল। কিন্তু বক্সপুশিং হয়ে যাওয়ার পরেও আন্ডারপাসের রাস্তা নির্মাণ হয়নি। হয়নি লিঙ্ক রোড। গ্রামবাসীরা চাঁদা তুলে ওই আন্ডারপাস চলাচলের যোগ্য করেছে। কনট্রাকটর থেকে শুরু করে রেলের বহু আধিকারিকের কাছে আবেদন করা হলেও ফল মেলেনি।
তারিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা
এই আন্ডারপাস দিয়ে হরিশ্চন্দ্রপুর হাইস্কুল, বারদুয়ারী হাইস্কুল সহ পাঁচটি স্কুলের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। কিন্তু বছরের অধিকাংশ সময় আন্ডারপাস বেহাল হয়ে থাকে। ফলে সেই সময় যাতায়াত করা যায় না।
এপ্রসঙ্গে রেল দফতরের এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কিছু মন্তব্য করতে চাননি।
মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন
114 views