চুল কাটার আতঙ্ক ছড়িয়ে পড়ল চাঁচলেও
গতকাল হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ফতেপুর গ্রামে এক গৃহবধূ ও তাঁর মেয়ের চুল খসে যাওয়ার ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার পর আজ চাঁচলের পাহাড়পুর কুমোরপাড়ায় একই ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা অনিমা পাল বলেন, এদিন দুপুরে তিনি বাথরুমে যান। হঠাৎ দেখেন, তাঁর মাথার উপর একটি বড়ো পোকা উড়ছে। তিনি বাথরুম থেকে ঘরে ফেরার পরেই মাথার একগোছা চুল খসে পড়ে। এতে তিনি ভয়ে অজ্ঞান হয়ে যান। বাড়ির লোকজন জল ছিটিয়ে তাঁর জ্ঞান ফেরায়।

দুপুরে হঠাৎ রটে যায়, এক গৃহবধূর চুল হঠাৎ খসে পড়েছে। খবর চাউর হতেই কুমোরপাড়ায় উপচে পড়ে মানুষের ভিড়। আতঙ্কে মাথায় কাপড় কিংবা ওড়না জড়িয়ে রাখছেন এলাকার সাত থেকে সত্তর।
এই খবর চাউর হতেই অনিমাদেবীর বাড়িতে ভিড় জমতে শুরু করে। খবর পেয়ে সেখানে যান বিজ্ঞানমঞ্চের দুই প্রতিনিধি। তাঁরা অনিমাদেবীর সঙ্গে কথা বলেন। কথা বলেন এলাকার মানুষের সঙ্গেও। সবার মনেই এখন ভূতের ভয়। বিজ্ঞানমঞ্চের সদস্য রফিকুল ইসলাম জানান, এটা ভূতের কোনও বিষয় নয়, এক ধরনের বিষাক্ত পোকার উপদ্রব ঘটেছে। ওই পোকা চুলে বসলেই চুল খসে পড়ছে।
আগের খবরঃ রাতের অন্ধকারে কারা যেন মেয়েদের মাথার চুল কেটে নিচ্ছে!
চাঁচলের মহকুমাশাসক দেবাশিস চট্টোপাধ্যায়ও জানয়েছেন, কোনও বিষাক্ত পোকার জন্যই এই ঘটনা ঘটছে। এই ঘটনায় যেন কেউ বিভ্রান্ত না হন। কেউ যেন অহেতুক গুজব না ছড়ান। যদিও আতঙ্কে এলাকার মহিলারা সবাই মাথায় কাপড় বেঁধে থাকা শুরু করেছেন। তাঁদের ভয় ভাঙাতে বিজ্ঞানমঞ্চের তরফ থেকে ওই এলাকায় সচেতনতা শিবির করা হবে বলে জানানো হয়েছে।