বাসের চাকার পিস্ট টোটো চালক, উত্তেজনা হবিবপুরে
বেসরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এদিন সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচণ্ডী বাসস্ট্যান্ড এলাকায়। ঘাতক বাসটিকে আটক করে চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশও।
মৃত অচিন্ত্য সিংহ (৩৮) পেশায় টোটো(#Toto) চালক। বাড়ি বুলবুলচণ্ডীর সোলাডাঙা এলাকায়। জানা গিয়েছে, বুলবুলচণ্ডী স্ট্যান্ড থেকে নালাগোলার জন্য বাসটি রওয়ানা দিতেই বাসের পেছন চাকায় পিষ্ট হয়ে মারা যান অচিন্ত্যবাবু। হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে ময়নাতদন্তের পাঠায়। ঘাতক বাসটিকে আটক করে চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনার খবর জানতে পেরেই তাঁরা ছুটে এসে অচিন্ত্যবাবুর মৃতদেহ দেখতে পান। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা তাঁরা সঠিক জানেন না।