গনিখানের জন্মদিন উপলক্ষ্যে একাধিক কর্মসূচি মালদায়
মালদার গৌরব প্রয়াত আবু বারকাত আতাউল গনিখান চৌধুরির ৯২তম জন্মদিন স্মরণ করা হল বুধবার। এই দিনকে সামনে রেখে জেলা মালদা জেলা কংগ্রেস এদিন জেলা জুড়ে নানান কর্মসূচি গ্রহণ করে। গনিখান চৌধুরীর জন্মদিন উপলক্ষে আজ শহরের টাউন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভানেত্রী তথা উত্তর মালদার সাংসদ মৌসম নুর, দক্ষিণ মালদার সংসদ আবু হাসেম খান চৌধুরি সহ কংগ্রেসের বিধায়ক বিধায়িকা সহ জেলা কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব। কেক কাটা, মাল্যদানের মধ্য দিয়ে স্মরণ করা হয় প্রয়াত বরকত সাহেবকে। এছাড়াও শহরের রথবাড়ি এলাকায় অবস্থিত গনিখান চৌধুরির মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেসের নেতৃত্ব।
উত্তর মালদার সাংসদ জানান, 'মালদার মাটি গনিখানের। তাঁকে অনুসরণ করে আজও মালদা কংগ্রেসের শক্ত ঘাঁটি। আগামীতে আমরাই মালদা জেলা পরিষদ দখল করবো। বরকত সাহেবের জন্মদিনে এটাই আমাদের শপথ।'
Tags:
11 views