পুকুরে জাল ফেলে উদ্ধার হল যুবকের মৃতদেহ

অবশেষে পুকুরে জাল ফেলে সন্ধান পাওয়া গেল নিখোঁজ যুবকের দেহ। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার আলমপুর পঞ্চায়েতের হঠাৎপাড়া গ্রামে।
জানা গেছে, মৃত যুবকটির নাম অনন্ত মাহাত। তাঁর বাবার নাম বিনেশ মাহাত। বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে পুকুরে স্নান করতে নেমেছিল বছর ছাব্বিশের যুবকটি। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে পুকুরে জাল ফেলে উদ্ধার করা হয় যুবকটির মৃতদেহ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর সাথে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
ছবিঃ কৃতাঙ্ক
5 views