পারিবারিক বিবাদের জেরে গাজোলে গুলিবিদ্ধ এক
প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদের জেরে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার আলিনগর পঞ্চায়েতের রাইখাদিঘি গ্রামে। গুলিবিদ্ধ ব্যক্তি বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে গাজোল থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম আবদুল রহিম। বয়স ৩৬। বাড়ি আলিনগর পঞ্চায়েতের রাইখাদিঘি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবদুল রহিমের ভাই হাসিমুদ্দিনের সঙ্গে প্রতিবেশী টুটুল শেখ ও মিয়াদ্দিন শেখের বসত জমির সীমানা নিয়ে বিবাদ চলছিল। দুই পরিবারের বিবাদ মেটাতে গ্রামে সালিশি সভাও হয়। মঙ্গলবার সকালে হাসিমুদ্দিন বিতর্কিত জমির সীমানায় প্রাচীর দিচ্ছিল। অভিযোগ, সেই সময় বাধা দেয় টুটুল শেখ ও তাঁর পরিবারের লোকেরা। এই নিয়ে দুই পরিবারের মধ্যে ফের বিবাদ শুরু হয়। বিবাদ সংঘর্ষে পরিণত হলে ভাইকে বাঁচাতে ছুটে আসে আবদুল রহিম। সেই সময় টুটুল শেখ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হন আবদুল সাহেব। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের লোকেরা প্রথমে হাতিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মালদা মেডিকেলে রেফার করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
ভিডিয়োঃ কৃতাঙ্ক