লক্ষাধিক টাকার বোর্ড মানি সহ গ্রেফতার ৬
গোপন সূত্রে খবর পেয়ে কালীপুজোর রাতে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ৷ ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়েছে৷
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাঙাভিটা গ্রামের বাসিন্দা অনুকূল বিশ্বাসের বাড়িতে জুয়ার আসরে হানা দেয় পুলিশ। ডিএসপি (ডি অ্যান্ড টি) শ্যামল মণ্ডলের নেতৃত্বে ওই বাড়িতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী৷ সেই সময় জুয়াখেলা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল৷ আসর থেকে গ্রেফতার করা হয় বাড়ির মালিক সহ ৬ জুয়াড়িকে৷ ধৃতরা হল অনুকূল বিশ্বাস, রানা সরকার, হায়দার আলি, আনোয়ার হোসেন, বুদ্ধদেব দাস ও নিরঞ্জন রায়৷ এদের মধ্যে রানা ও হায়দার দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর বাসিন্দা৷ উদ্ধার হয় ১ লক্ষ ১১ হাজার ২০০ টাকার বোর্ডমানি৷ ধৃতদের এদিনই জেলা আদালতে পেশ করা হয়েছে৷
ছবিটি প্রতীকী।