দম্পতির ঝুলন্ত মৃতদেহ ঘিরে রহস্য গাজোলে
নিজের বাড়িতেই দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। গতকাল ওই দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে গাজোল থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরপুর গ্রামের বাসিন্দা সুশীল মুর্মুর (৩৮) সাথে বিয়ে হয় বাসন্তী হালদারের (৩২)।বিয়ের দুই বছরে কোনও সন্তান হয়নি ওই দম্পতির। গতকাল সন্ধেয় নিজের ঘর থেকে তাঁদের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেলে ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটিকে পাঠায় গাজোল থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সন্তানহীন থাকায় ওই দম্পতি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
6 views