মাকে বাঁচাতে গিয়ে হাঁসুয়ার কোপে আক্রান্ত ছেলে
পুরোনো বিবাদের জেরে মাকে কটূক্তির প্রতিবাদ করায় ছেলে সহ একই পরিবারের চার সদস্যকে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদা গাজোল থানার আলিনগর অঞ্চলের রামনগর গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
আহত যুবকের নাম জামাল হোসেন (৩৪)। জানা গিয়েছে, জামাল হোসেনের সঙ্গে প্রতিবেশী খাবির শেখের সঙ্গে পুরনো একটি বিবাদ ছিল। সেই বিবাদের জেরে মাঝেমধ্যে জামাল হোসেনের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও কটূক্তি করে প্রতিবেশী খাবির শেখ। গতকাল সন্ধ্যাবেলাতেও কটূক্তি ও গালিগালাজ শুরু করে খাবির শেখ। এরপরই জামালের মা রুশনারা বিবি ঘটনার প্রতিবাদ করলে তাঁকে মারধর শুরু করে খাবির। অভিযোগ, মাকে বাঁচাতে গেলে জামালের মাথায় হাঁসুয়ার কোপ বসিয়ে দেয় খাবির। সেই সময় পরিবারের অন্যান্য সদস্যরা বাঁচাতে আসলে তাঁদেরকেও মারধর করা হয়। আহত ৪ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৩জনকে ছেড়ে যাওয়া হলেও জামালকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। মালদা মেডিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতা রেফার করেন মেডিকেল কলেজের চিকিৎসকেরা। ঘটনার পর আহত পরিবারের সদস্যদের পক্ষ থেকে গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।