নিজেকে জীবিত প্রমাণ করতে আদালতের দ্বারস্থ

জমি দখল করতে বাবার মৃত্যুর সার্টিফিকেট বের করে বাবাকে মৃত বলে প্রমাণ করল ছেলে। ছেলের প্রতারণার কথা জানিয়ে নিজেকে জীবিত প্রমাণ করতে আদালতের দ্বারস্থ বাবা।
ঘটনাটি ঘটেছে গাজোলের আলমপুরে।
আলমপুরের ঘোষপাড়ার বাসিন্দা কার্তিকবাবু। কার্তিকবাবু বর্তমানে ৯০ শতক রায়তু জমি ও ৬৩ শতক পাট্টা জমির মালিক। সেই জমি থেকে কার্তিকবাবু তাঁর বোনদের ভাগ দিতে চেয়েছিলেন। এতেই আপত্তি ছিল ছেলেদের। বর্তমানে কার্তিকবাবু কর্মসূত্রে হরিদ্বারে থাকতেন তিনি। অভিযোগ, সেই সুযোগ বুঝেই তাঁর দুই ছেলে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যকে বুঝিয়ে বাবার ডেথ সার্টিফিকেট বের করেছিল।
কার্তিকবাবুর তিন ছেলের মধ্যে দুই ছেলে বাইরে থাকে। কার্তিকবাবু বর্তমানে ৯০ শতক রায়তু জমি ও ৬৩ শতক পাট্টা জমির মালিক। সেই জমি থেকে কার্তিকবাবু তাঁর বোনদের ভাগ দিতে চেয়েছিলেন। এতেই আপত্তি ছিল ছেলের। অভিযোগ, সেই সুযোগ বুঝেই তাঁর ছেলে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যকে বুঝিয়ে বাবার ডেথ সার্টিফিকেট বের করেছিল। এরপরেই সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয় তারা। ৬৩ শতক জমি রেখে বাকি জমি বিক্রি করে দেয় দুই ছেলে। বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানতে পেরে দু'বছর আগেই গাজোল থানায় অভিযোগ দায়ের করেন কার্তিকবাবু। তবে পুলিশের তরফে এখনও কোনও সাহায্য পাননি। অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন নিজেকে জীবিত প্রমাণ করতে।