দুর্ঘটনায় মৃত্যু, রাস্তা অবরোধ ক্ষিপ্ত বাসিন্দাদের
রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢা়র। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে গাজোল থানার আদিনা মসজিদ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মৃত প্রৌঢা়র নাম সুখীমান বিবি। বয়স ৬০। বাড়ি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে। জানা গেছে, এদিন দুপুরে জাতীয় সড়ক পারাপার হতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই প্রৌঢ়ার। ক্ষিপ্ত জনতা পথ অবরোধ করে। সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে অবরোধ ওঠায়।
10 views