দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরোধ ক্ষিপ্ত জনতার
৪০-৪৫ মিনিট অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয়
পিকআপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক৷ দুর্ঘটনার জেরে উত্তেজিত জনতা প্রায় ৩০ মিনিট ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে৷ ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের শান্ত করে অবরোধ তুলে দেয়।
আহত দুই যুবকের নাম পঙ্কজ কর্মকার ও সুব্রত সরকার৷ জানা গেছে, এদিন দুপুরে সামসি থেকে একটি মোটরবাইক গাজোলের দিকে যাচ্ছিল৷ অপরদিকে একটি পিকআপ ভ্যান উলটো রাস্তা দিয়ে গাজোল থেকে সামসির দিকে যাচ্ছিল৷ গাজোলের রসিকপুর সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে পিকআপ ভ্যান মোটরবাইককে ধাক্কা মারে৷ মোটরবাইক চালক ও আরোহী দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হয়৷ স্থানীয় লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে৷ আশঙ্কাজনক অবস্থায় পঙ্কজকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ উত্তেজিত জনতা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে৷ ৪০-৪৫ মিনিট অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয়৷