গম্ভীরার প্রাচীন ধারা দেখা গেল গোলাপট্টিতে
মালদা জেলা যেমন আমের জন্য বিখ্যাত, ঠিক সেই সরকমই গম্ভীরার জন্যও রয়েছে মালদার খ্যাতি। জেলার অন্যতম সাংস্কৃতিক উৎসব হচ্ছে গম্ভীরা। একসময় জেলার এই গম্ভীরা গান সবচেয়ে জনপ্রিয় থাকলেও বর্তমানে সোশ্যাল মিডিয়ার দাপটে গম্ভীরা বিলুপ্ত প্রায়। এই গম্ভীরাকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন সরকারি সমাজ সচেতনামূলক প্রচারের কাজে বর্তমানে গম্ভীরা গানকে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি শহরের গোলাপট্টির কিশোর সংঘ আয়োজন করেছিল গম্ভীরা গানের। কুতুবপুর গম্ভীরা দল গম্ভীরা পরিবেশন করে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা। অনুষ্ঠানে উপস্থিত দর্শক ছিল চোখে পড়ার মত।
গোলাপট্টি কিশোর সংঘের পক্ষ থেকে জেলার প্রাক্তনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন, জেলার অন্যতম সাংস্কৃতিক উৎসব গম্ভীরার মাধ্যমে যেমন একদিকে মানুষকে আনন্দ দেওয়া হয়, তেমনি গম্ভীরা মানুষের মধ্যে সমাজ সচেতনতার প্রচার করে। গম্ভীরা-র প্রতি মানুষের আকর্ষণ বাড়িয়ে তোলার জন্য এই গম্ভীরা গানের আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের সামনে গম্ভীরা সম্পর্কে কিছুটা হলেও ধারণা তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা।