নেশার আসরে বন্ধুর হাতে খুন বন্ধু
আজ দুপুরে কালিয়াচক থানার সিলামপুর কলোনিতে নেশার আসরে বন্ধুর হাতে খুন হল আরেক বন্ধু। নেশাগ্রস্ত অবস্থায় পালানোর চেষ্টা করলেও স্থানীয় মানুষের হাতে ধরা পড়ে যায় খুনি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কাবাতুল্লা মোমিন, বয়স ২৮। বাড়ি কালিয়াচক থানা সংলগ্ন সিলামপুর কলোনিতে। তার ব্রাউন শ্যুগারের নেশা। ওই এলাকার আরও অনেক যুবক ব্রাউন শ্যুগারে আসক্ত। এদিন এলাকারই এক বন্ধু রবিউল শেখের সঙ্গে স্থানীয় একটি মাঠে বসে ব্রাউন শ্যুগার নেয় দুই বন্ধু। কোনও কারণবশত তাদের মধ্যে বিবাদ দেখা দেয়। হঠাৎ রবিউল কাবাতুল্লার গলা টিপে খুন করার চেষ্টা করে। তাতে কাবাতুল্লার মৃত্যু না হওয়ায় রবিউল এরপর বন্ধুকে তুলে আছাড় মারে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কাবাতুল্লার। স্থানীয় লোকজন সেই ঘটনা দেখতে পেয়ে রবিউলকে ধরে ফেলেন। খবর দেন থানায়। এরপরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিউলকে গ্রেফতার করে। কাবাতুল্লার দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। আগামীকাল রবিউলকে জেলা আদালতে তোলা হবে।