জেলার চার জন জাতীয় তাইকোণ্ড প্রতিযোগিতায়
শুক্রবার থেকে উড়িষ্যার ভুবনেশ্বরে শুরু হচ্ছে জাতীয় তাইকোণ্ড প্রতিযোগিতা। চলবে রবিবার পর্যন্ত। ১৪ জনের পশ্চিমবঙ্গের দলও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। রাজ্যের এই দলে আছেন মালদা জেলার চার খেলোয়াড়। এরা হলেন, সঞ্জনা চৌধুরি, সার্বিক দাস, রবিশঙ্কর সাহা ও সুশ্রী ধর। উল্লেখ্য যে এই প্রথম মালদা জেলা থেকে রাজ্য দলের হয়ে জাতীয় প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে এই চার জন খেলোয়াড়। শুধু তাই নয় পশ্চিমবঙ্গ দলের প্রশিক্ষক সামিউল ইসলামও মালদা জেলার খেলোয়াড়। ‘আমাদের মালদা’-র তরফ থেকে খেলোয়াড়দের জন্য রইল শুভেচ্ছা।

11 views