ভয়াবহ অগ্নিকাণ্ডে কালিয়াচকে ভস্মীভূত পাঁচটি বাড়ি

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল পাঁচটি বাড়ি। প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী পুড়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা বিভূতি মণ্ডল। মঙ্গলবার রাতে হঠাৎই শর্ট সার্কিট থেকে তাঁদের বাড়িতে আগুন লাগে। মুহূর্তে সেই আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। কোনোরকমে ঘর থেকে বেরিয়ে প্রাণ বাঁচান পরিবারের সদস্যরা। এরপরে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু গ্রামে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জল না থাকায় আগুন নেভাতে ব্যর্থ হন গ্রামবাসীরা।
অগ্নিকাণ্ডে ৪টি ছাগল, নগদ দেড় লক্ষ টাকা, ৬ ভরি সোনা সহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে পরিবারটি। এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও সাহায্য পাননি বলে জানিয়েছেন ওই পরিবারের এক সদস্য কানন মণ্ডল।