তোলাবাজদের হাতে আক্রান্ত হলেন মাছ ব্যবসায়ী
তোলা না দেওয়ার অপরাধে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক মাছ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার সোনাতলা এলাকায়।
জানা যায় যে স্থানীয় বাসিন্দা এনামুল হক সোনাতলা এলাকায় একটি পুকুরে দীর্ঘদিন ধরে পঞ্চায়েত মারফৎ পুকুরটিতে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। অভিযোগ স্থানীয় কিছু সমাজবিরোধী সম্প্রতি তাঁকে ব্যাবসা করার জন্য ২ লক্ষ টাকা তোলা হিসাবে দাবি করে কিন্ত এনেমুলবাবু সেই তোলা দিতে অস্বীকার করেন। রবিবার বিকেলে পুকুরে মাছ ছাড়তে গেলে এনামুলবাবুকে বাধা দেয় দুষ্কৃতিরা। তাঁকে মারধর করে তাঁর কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরিবারের লোকেরা রাতেই এনামুলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনায় আব্দুল সামাদ, মহিদুল ইসলাম, আজমাল শেখ, আলিম শেখ দলবল সহ মোট ১০ জনের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ছবিটি প্রতীকী।