মানিকচকের মোমিনটোলায় ভস্মীভূত ৬টি বাড়ি
দমকল দেরিতে পৌঁছনোয় দমকল বাহিনীকে ঘিরে ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসীরা।
বৃহস্পতিবার দুপুরে মালদার মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনটোলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৬টি বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, ছেদু মোমিনের রান্নাঘর থেকে আগুনের উৎপত্তি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে এলাকার ৬টি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয়দের অনুমান এই অগ্নিকাণ্ডে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরে ঘটনাস্থলে পৌঁছল দমকল। দমকল দেরিতে পৌঁছনোয় দমকল বাহিনীকে ঘিরে ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীদের অভিযোগ উড়িয়ে দেন দমকলকর্মীরা।
23 views