রাতে আগুনে ভস্মীভূত হল দুই ভাইয়ের বাড়ি
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল গোয়াল সহ তিনটি ঘর। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল ১ ব্লকের মহানন্দাপুর গ্রামপঞ্চায়েতের কাবিলহাট গ্রামে। ঘটনাস্থলে দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের কুরা মণ্ডল ও ভবেশ মণ্ডল নামে দুই ভাইয়ের বাড়িতে রাতে অগ্নিকাণ্ড ঘটে। গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি খবর দেন দমকলকেন্দ্রে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গোয়াল ঘরের ধূপ থেকেই আগুনের উৎপত্তি বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, খাদ্যসামগ্রী, আসবাবপত্র সহ নগদ ২০ হাজার টাকা ও দুই ভরি সোনার অলংকার আগুনে ভস্মীভূত হয়েছে। আহত হয়েছে দুটি গবাদি পশুও। আগুনে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য। খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছন এলাকার পঞ্চায়েত সমিতি সদস্য মতিউর আলম খান। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটি আবাস যোজনার তালিকাভুক্ত রয়েছে। পঞ্চায়েত প্রশাসনের কাছে দ্রুত তা প্রদানের আবেদন জানাবেন তিনি।