জমি দখল নিয়ে ধুন্ধুমার পুখুরিয়া
রাস্তার পাশে থাকা জমি দখলকে বাধা দিতে গিয়ে আহত হলেন একই পরিবারের ৬ সদস্য৷ আহতদের মধ্যে ৫ জনই মহিলা৷ আহতদের মধ্যে দুই মহিলা সহ পরিবারের পুরুষ সদস্যকে মালদা মেডিকেলে ভরতি করা হয়েছে৷ এই ঘটনায় আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে পুখুরিয়া থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি৷ ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার চাঁপাই কদমতলি গ্রামে৷

ঘটনাপ্রসঙ্গে মালদা মেডিকেলে চিকিৎসাধীন নুরুল হক (৫৭) জানান, চাঁপাই কদমতলি গ্রামে তাঁদের দীর্ঘদিনের বসবাস৷ বাড়ি সংলগ্ন বেশ কিছুটা ফাঁকা জমিও রয়েছে তাঁদের৷ গতকাল বিকেলে সেখানে দোকান ঘর দেওয়ার চেষ্টা করে এলাকারি হবিবুর, সালাম, মন্টু, সাইদুর সহ আরও কয়েকজন৷ তারা সবাই এলাকার মস্তান নামে পরিচিত৷ সেই সময় বাড়ির বেশিরভাগ সদস্য নিজের নিজের কাজে বেরিয়ে গিয়েছিল৷ তিনিই হবিবুরদের বাধা দিতে এগিয়ে যান৷ তাঁর জায়গায় দোকান ঘর করার অনুমতি কে দিল, তা নিয়ে প্রশ্ন করতেই তাঁর উপর চড়াও হয় হবিবুররা৷ তাঁকে বেধড়ক মারধর করে তারা৷ তাঁর মাথা ফাটে৷ বাড়ির মহিলারা সেই সময় বাধা দিতে এগিয়ে এলে তাদের মারধরের পাশাপাশি শ্লীলতাহানিও করে৷ মহিলাদের কাপড়-জামা ছিঁড়ে দেওয়া হয়৷
গুরুতর আহত হন মানোয়ারা বিবি (২৪) ও আমনুর খাতুন (১৮) নামে পরিবারের দুই মহিলা সদস্য৷ গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে স্থানীয় আড়াইডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান৷ রাতে তাঁদের মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়৷ পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, আট জনের বিরুদ্ধে অভিযোগ তারা পেয়েছে। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই অভিযুক্তদের খোঁজে কদমতলি গ্রামে হানা দেওয়া হয়েছিল৷ কিন্তু অভিযুক্তরা প্রত্যেকেই পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে৷
প্রতীকী ছবি।