৯২ হাজার টাকার জাল নোট সহ পাচারকারী গ্রেফতার
মালদা জেলা যেন জালনোটের স্বর্গরাজ্য। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কালিয়াচকের সারদা মোড় থেকে ৯২ হাজার টাকার জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ-এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের জি টিম৷ এদিন উদ্ধার হওয়া জাল নোট সহ ধৃত পাচারকারীকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী৷
বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল গোপন সূত্রে জানতে পারা যায়, সেদিন রাতে বাংলাদেশ থেকে এদেশে আসা জাল নোট পাচার করা হবে৷ সেই খবরের ভিত্তিতে স্থানীয় বালিয়াডাঙা মোড়, সারদা মোড় ও গোলাপগঞ্জ থেকে কালিয়াচক যাওয়ার রাস্তায় জাল পাতে বিএসএফ৷ সেই ফাঁদে পা দেয় রশিদ শেখ নামে ২৫ বছরের এক পাচারকারী৷ সারদা মোড়ের কাছাকাছি তাকে তাড়া করেন বিএসএফ জওয়ানরা৷ পালানোর চেষ্টা করলেও সে ধরা পড়ে যায়৷ তার হেপাজত থেকে ৪৬টি ২০০০ টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়৷ জেরায় সে স্বীকার করে, ওই জাল নোটগুলি কালিয়াচকে পাচার করছিল সে৷ রশিদের বাড়ি কালিয়াচক থানারই বালিয়াডাঙা আনসারি পাড়ায়৷ তার হেপাজত থেকে পাওয়া গিয়েছে নিজের প্যান ও ভোটার কার্ড এবং আসল ২,১০০ ভারতীয় টাকা৷ এদিন উদ্ধার হওয়া জাল নোট সহ রশিদকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

কালিয়াচক থানা সূত্রে জানা গিয়েছে, রশিদকে এদিনই মালদা জেলা আদালতের মাধ্যমে ৫ দিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে৷ জাল নোটের সঙ্গে তার কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া প্যান ও ভোটার কার্ডই ভাবিয়ে তুলেছে পুলিশকে৷