বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচক থানা নুরপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রাম এলাকায়। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
শ্যালকের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠে
মৃত গৃহবধূর নাম সানজুরি বিবি (৪৮)। ৩০ বছর আগে সানজুরি বিবি সঙ্গে শেখ তাফিজুলের বিবাহ হয়। তাঁদের ৩ ছেলে ও ১ মেয়ে। ৩ ছেলে ভিন রাজ্যে কর্মরত। মেয়ে স্থানীয় স্কুলে পড়াশোনা করে। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে শ্যালকের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠে তাফিজুলের। স্বামী স্ত্রীর মধ্যে এই নিয়ে বিবাদ চলছিল। স্বামীর বিরুদ্ধে পুলিশে অত্যাচারের অভিযোগ করেছিল সানজুরি বিবি। গতকাল স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে তাফিজুল।
মৃতার মেয়ে খুসনারা খাতুন জানায়, মামির সঙ্গে বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। মামিকে বিয়ে করার কথা বলত বাবা। এই কারণে মায়ের সাথে অশান্তি চলছিল বেশ কিছু দিন ধরে। আজ সন্ধ্যায় বাবা জানায় মা মারা গিয়েছে। বাবা মাকে শ্বাসরোধ করে খুন করেছে বলেও জানায় খুসনারা। মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযুক্ত তাফিজুলকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।