২৩ ও ২৪ ফেব্রুয়ারি বুথে বুথে ভোটারদের রেজিস্ট্রেশন
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 22, 2019
- 1 min read
Updated: Mar 23, 2023
দেশের সবথেকে বড় উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। গোটা দেশের সাথে এই রাজ্যের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে এই উৎসব। উৎসবের নাম "ভোটার তালিকায় নাম তুলুন আজই, চলো করি যাচাই "।
আজ জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অশোককুমার মোদক। সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি গোটা দেশজুড়ে অনুষ্ঠিত হবে এই উৎসব। এই দুইদিন জেলার প্রতিটি বুধে বুধে বিশেষ ক্যাম্প করা হবে। প্রত্যেকটি ক্যাম্পে থাকবেন ভোটকর্মীরা। ভোটার তালিকায় যাদের নাম এখনো ওঠেনি, তাদের সুযোগ করে দিতে এই বিশেষ ক্যাম্প। ভোটারদের সুবিধা করে দিতে টোল ফ্রি নম্বর ছাড়াও থাকছে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ।
আপাতত মালদায় মোট ভোটার ২৮,২৫,০০৯, পুরুষ ভোটার ১৪,৪৭,৯৮২, মহিলা ভোটার ১৩,৭৬,৯৪২, তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫। মোট ভোটকেন্দ্র থাকছে ২৮৭৫ টি এবং অতিরিক্ত সহায়তা ভোটকেন্দ্র থাকছে ১৩টি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários