ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা
চলন্ত ট্রেনের সংরক্ষিত কামরা থেকে এক মহিলাকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
জখম মহিলার নাম অঞ্জলি দাস (৩৪)। জানা গেছে, কলকাতা থেকে ছেলেকে সঙ্গে নিয়ে যোগবানী এক্সপ্রেসে পূর্ণিয়ায় এক আত্মীয়ের বিয়েতে যোগদান করতে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, গতকাল রাতে ফরাক্কা ব্রিজ সংলগ্ন এলাকায় দুষ্কৃতীরা ট্রেনে ছিনতায়ের চেষ্টা করে৷ দুষ্কৃতীদের বাধা দেন অঞ্জলিদেবী৷ সেই সময় দুষ্কৃতীরা চলন্ত ট্রেন থেকে অঞ্জলিদেবীকে ফেলে দেন৷ আরপিএফ ঘটনার খবর পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করে৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি৷
ওই মহিলার ছেলে আদিত্য দাস জানান, রাতে চিৎকারে তাঁদের ঘুম ভেঙে যায়৷ ঘুম থেকে উঠে দেখেন মায়ের কম্বল, জুতো পড়ে রয়েছে৷ তাঁরা মাকে খোঁজাখুঁজি করে ট্রেনে পাননি৷ ট্রেনের চেন টানলেও ট্রেন থামেনি৷ ট্রেন মালদা পৌঁছলে সে জানতে পারে মাকে উদ্ধার করা হয়েছে, তাকে পুলিশকর্মীরা খুঁজছেন৷ মায়ের কাছে সে জানতে পারে, এক দুষ্কৃতী মায়ের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে৷ সেই সময় মা ওই দুষ্কৃতীকে ধরে ফেলেন৷ সেই সময় দুষ্কৃতীরা মাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়৷