বাসকর্মীকে গুলি, ঘটনায় ধৃত এক যুবক
রথবাড়ি বাস স্ট্যান্ডে সরকারি বাসকর্মীকে গুলি করার অভিযোগে ঘটনার প্রায় একুশ দিন পর এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ইংরেজবাজারের চাটাইপট্টি এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে।
ধৃতের নাম বাবলু সাহানি ওরফে বাবলা। বাড়ি ইংরেজবাজার থানার বুড়াবুড়িতলা এলাকায়। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত। উল্লেখ,গত ২৮ ডিসেম্বর মালদা কলেজ সংলগ্ন বাস স্ট্যান্ডের বাস পার্কিয়ের কাছে দুই যুবক দাঁড়িয়ে ছিল। সকাল ৬টা নাগাদ বাঁকুড়াগামী একটি সরকারি বাস রথবাড়ি স্ট্যান্ডে আসে। বাসটি সেখানে দাঁড় করানোর জন্য দুই যুবককে সরে যেতে বলে চালক। কিন্তু কথা না শোনায় গাড়ি থেকে নেমে যান কন্ট্রাকটার সুকান্ত মিত্র। বচসা বাধে দুই যুবকের সঙ্গে। বচসা চলাকালীন দুই যুবক চলে যায় সেখান থেকে। কিছুসময় পরে আগ্নেয়াস্ত্র নিয়ে ফিরে আসে তারা। কেউ কিছু বোঝার আগেই সুকান্ত মিত্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বাম পায়ে গুলি লেগে লুটিয়ে পড়েন তিনি। চালককে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সেটি চালকের পাশে দরজায় লাগে। পরে আরও একটি গুলি শূন্য ছোঁড়ে। স্থানীয় লোকজন দুই যুবককে ধাওয়া করলে তারা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার তদন্তে নামে পুলিশ। অবশেষে প্রায় একুশ দিন পর ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।