কালিন্দীর উপর ১০ কোটি ব্যয়ে নতুন সেতু
কালিন্দী নদীর উপর সেতুর কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সোমবার সকাল ১১টা নাগাদ, ফলক উন্মোচন করে কাজের সূচনা করেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মণ ঘোষ সহ অন্যান্য অতিথিরা।
১১১ মিটারের এই সেতু নির্মাণে খরচ হবে প্রায় ১০ কোটি টাকা। দীর্ঘদিন ধরেই পাকা সেতু নির্মাণের দাবি তুলছিলেন স্থানীয় বাসিন্দারা। সেতু না থাকার কারণে মানুষ বাঁশের সেতু দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করত। এর আগে এই সেতুর দুবার শিলান্যাস হলেও কাজ শুরু হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এবার কাজের সূচনা হয়েছে। ফলে আশার আলো দেখছেন তাঁরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষেরা জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার করত। জরুরি পরিস্থিতিতে সমস্যার সম্মুখীন হতে হত সকলকে। তবে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এই সেতুর কারণে মেলবন্ধন হবে দুই পারের মানুষে মধ্যে।