বন্ধুকে বাঁচাতে গিয়ে আক্রান্ত অপর বন্ধু
বন্ধুকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত আরেক বন্ধু৷ আক্রান্ত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের রায়পুরে৷
আক্রান্ত বন্ধুর নাম পার্থ পাণ্ডে (২০)৷ জানা গেছে, গতকাল রাতে বন্ধু দেবজিৎ কুণ্ডুর সঙ্গে বচসা হচ্ছিল গিরিধারী মণ্ডলের৷ পার্থ সেই সময় বচসা থামাতে যায়৷ সেই সময় দেবজিৎ ঘটনাস্থল থেকে চলে যেতে গেলে বাঁশ নিয়ে পিছু নেয় গিরিধারী মণ্ডল৷ বন্ধুকে বাঁচাতে এগিয়ে যান পার্থও৷ অভিযোগ, সেই সময় বাঁশ নিয়ে পার্থকে মারধর করে গিরিধারী মণ্ডল৷ ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে পার্থ৷ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করেন৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি৷ এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি৷
11 views