ইংরেজবাজারের সমস্ত সড়ক ম্যাস্টিক সড়ক হবে
নতুনরূপে মালদা শহরকে তুলে ধরতে একাধিক পরিকল্পনা নিয়েছে ইংরেজবাজার পুরসভা। পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ জানান, মালদা শহরকে এক অন্য চেহারা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। শহরের সমস্ত পিচের রাস্তা, ম্যাস্টিক রাস্তায় রূপান্তর করা হবে৷ পুরু পিচের স্তরে পাথর বসিয়ে এই রাস্তা তৈরি হয়। সেই কাজ শুরু হয়ে গেছে৷ তবে ফরাক্কা ব্যারেজ সংস্কারের জন্য ঠিকাদাররা মালপত্র না আনতে পারায় কয়েকটি রাস্তায় সেই কাজ এখনও শুরু করা যায়নি৷ এছাড়াও এই শহরে নিকাশির সমস্যা রয়েছে৷ শহরে অনেক ড্রেন থাকলেও সেগুলি বিজ্ঞানসম্মত নয়৷ তাই শহরের মূল ড্রেনগুলি নতুন করে নির্মাণ করতে তাঁরা সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকার টেন্ডার ডাকতে চলেছেন৷
তিনি আরও জানান, মালদা কলেজ মাঠে ইতিমধ্যেই ফ্লাড লাইট বসানো হয়েছে। শহরের আরও চারটি মাঠে নৈশালোকে খেলার ব্যাবস্থা করবেন তাঁরা৷ এর মধ্যে রয়েছে ২ নম্বর গভর্নমেন্ট কলোনির দুটি, গঙ্গাবাগ এলাকার একটি ও রামকৃষ্ণপল্লির একটি মাঠ৷ এই চারটি মাঠে মোট ২৮টি বাতিস্তম্ভ লাগানো হবে৷ প্রতিটি স্তম্ভে ১০টি করে বিদেশি আলো লাগানো হবে৷
মালদা শহরে রাস্তার উপর দিয়ে বিদ্যুতের লাইন গিয়েছে৷ তাতে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে৷ মালদা অনেক পুরোনো শহর৷ রাস্তাঘাটগুলিও ছোটো, তার মধ্যে বিদ্যুতের পোল ও ট্রান্সফরমার থাকায় রাস্তাগুলি আরও ছোটো হয়ে গেছে৷ তাই মাটির নীচ দিয়ে বিদ্যুতের কেবল লাইন নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে শহরের রাস্তাঘাটগুলি একটু চওড়া হবে৷ এনিয়ে বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ারের সঙ্গে তাঁদের কথা হয়েছে৷ তবে আরও কিছু বিষয় নিয়ে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে ফের আলোচনায় বসতে চলেছেন তাঁরা৷ এরপরেই কাজ শুরু করা হবে।