চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু চাকরি প্রার্থীর
পিএসসি পরীক্ষা দিতে বাস ধরেছিলেন পরীক্ষার্থী। তবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনের আগেই ভিড় বাসের ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। গতকাল দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার আইটিআই মোড় এলাকায়৷
মৃত ব্যক্তির নাম সন্তোষ সেনগুপ্ত(৪০)৷ বাড়ি ইংরেজবাজার থানার কোতুয়ালির নেতাজিপাড়া এলাকায়। তিনি একটি বেসরকারি স্কুলে কম্পিউটারের শিক্ষক ছিলেন। তাঁর পরীক্ষার সিট পড়েছিল মিলকির একটি স্কুলে। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য ভিড় বাসেই ওঠেন ওই শিক্ষক। বাস চলতে শুরু করলে ভিড়ে ধাক্কায় খেয়ে চলন্ত বাস থেকে পড়ে যান তিনি। মাথায় গুরুতর চোট লাগে তাঁর৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
5 views