সাত সকালে রথবাড়ি মোড়ে প্রকাশ্যে গুলি
মালদা শহরে রথবাড়ি মোড়ে গুলির আঘাতে জখম এক ব্যক্তি৷ আহত ব্যক্তি বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
আহত ব্যক্তির নাম রাজু মিত্র(৩৫)৷ এসবিএসটিসি’র এজেন্ট তিনি৷ জানা গেছে, আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ দুই যুবক মদ্যপ অবস্থায় বাসের সামনে এসে বাসে চাপড় দিতে থাকে৷ প্রতিবাদ করেন রাজুবাবু৷ প্রতিবাদ করতেই রাজুবাবুকে শাঁসাতে থাকে ওই যুবকেরা৷ এরপর তারা চলে যায়৷ কিছুসময় পরে একজন ফিরে এসে আবার নিজেদের ক্ষমতা জাহির করে হুমকি দিতে থাকে৷ রাজুবাবু তাঁদের উপেক্ষা করে যান৷ এরপরই তাঁকে ধাক্কা মেরে বন্দুক বের করে গুলি চালায় ওই যুবক৷ গুলি লাগে তাঁর পায়ে৷ স্থানীয় ব্যবসায়ীরা তাঁরে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ৷ গুলিবিদ্ধ রাজুবাবু ওই যুবকদের কাউকে চিনতে পারেননি বলে জানিয়েছেন।
দিনের আলোয় শহরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।