মাটির টানে, গ্রামের পানের উদ্বোধন করলেন জেলাশাসক
পুরাতন মালদায় ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল ‘মাটির টানে, গ্রামের পানে’৷ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে সরকারি সুবিধে তুলে দিতে এই অনুষ্ঠান৷ এদিনের অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, মেন্টর কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, বিডিও নরোত্তম বিশ্বাস, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৃণালিনী মণ্ডল, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার প্রমুখ৷
পুরাতন মালদা কিষাণ মাণ্ডিতে এই অনুষ্ঠান উপলক্ষ্যে ৩০টি স্টল হয়েছে৷ এদিন ১৭৩ জন উপভোক্তার হাতে সরকারি প্রকল্পের সুবিধা বিধবা মহিলাদের এককালীন ৪০ হাজার টাকা ভাতা, ভূমিহীনদের হাতে সরকারি খাস জমির পাট্টা, কন্যাশ্রী ও রূপশ্রীদের চেক, কৃষকদের যন্ত্রাংশ প্রদান প্রভৃতি সুবিধা তুলে দেওয়া হয়৷
জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের প্রচার করতেই এই অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প নিয়েছেন। এদিনের অনুষ্ঠানে ৩০টি স্টল থেকে সমস্ত সরকারি প্রকল্প ও প্রকল্পের সুবিধাগুলি বিস্তারিত জানতে পারবেন উপভোক্তারা। কৃষকদের জন্য রাজ্য সরকার ফসলবিমা দিচ্ছে। এই মাসের শেষ থেকে কৃষকবন্ধু প্রকল্প চালু হবে।