শ্রমিক মেলার প্রচারে রাস্তায় নামল ট্যাবলো
অসংগঠিত শিল্প ও স্বনির্ভর শ্রমিকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শ্রমিক মেলার প্রচার ট্যাবলো মাধ্যমে শুরু হল মালদায়। বুধবার দুপুর বারোটা নাগাদ এই ট্যাবলোর শুভ উদ্বোধন করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। মালদা কালেক্টরেট ভবনের সামনে থেকেই শ্রমিক মেলার প্রচারে ট্যাবলোর উদ্বোধন করা হয়। অসংগঠিত পেশায় কর্মরত শ্রমিকদের নানা প্রকল্পের প্রচার নিয়ে ট্যাবলো গ্রামীণ এলাকায় যাবে।
১০ এবং ১১ জানুয়ারি মালদা শহরের রামকৃষ্ণপল্লির মাঠে শ্রমিক মেলা অনুষ্ঠিত হবে। দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শ্রমিকদের নানা ধরনের সমস্যার কথা শোনা হবে। শ্রমিকদের আর্থিক সহায়তার পদ্ধতি, সরকারের বিভিন্ন প্রকল্প ছাড়াও শ্রমিকদের প্রাপ্য বীমা নিয়ে আলোচনা হবে।
এদিন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, অসংগঠিত শিল্প ও স্বনির্ভর শ্রমিকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা পাওয়ার ক্ষেত্রেই শ্রমিক মেলার আয়োজন করা হয়েছে। একটি ট্যাবলোর মাধ্যমে শ্রমিকদের প্রাপ্য সরকারি সুবিধা ও শ্রমিক মেলার প্রচার চালানো হবে।
15 views