বনধের দ্বিতীয় দিনে মিশ্র প্রতিক্রিয়া মালদায়
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দুইদিনের ধর্মঘটের দ্বিতীয় দিনেও মালদায় মিশ্র প্রতিক্রিয়া। তবে প্রথম দিনের মতো এদিনেও মালদা জেলার ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব পরে। শেষদিনেও মালদা জেলার রথবাড়ি, চিত্তরঞ্জন মার্কেট সহ বেশ কিছু এলাকায় দোকানপাট ছিল বন্ধ। তবে রাস্তায় বেসরকারি এবং সরকারি যান চলাচল ছিল যথেষ্ট। তবে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম ছিল।
এদিকে দ্বিতীয় দিনের বনধ সফল করতে রাস্তায় নামে বামপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন। মালদা শহরের ব্যস্ততম রথবাড়ি এলাকা থেকে মিছিল বের করে তারা। শহরের নানা প্রান্ত এবং বিভিন্ন মার্কেট জুড়ে এই মিছিল করেন তারা। বনধ সফল করতে জোরালো আওয়াজ তোলা হয় এই মিছিল থেকে।
8 views