আইন সম্পর্কে সচেতন করতে মালদায় আইনি শিবির
সাধারণ মানুষ আইনি পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হন সেই জন্য একটি শিবির অনুষ্ঠিত হল মালদায়। শনিবার জেলা জজের পক্ষ থেকে এবং প্রশাসনের সহযোগিতায় মালদা জেলা আইনি শিবির অনুষ্ঠিত হয়। এদিন মালদা কলেজ মাঠে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন আইন বিষয়ক সচেতনতা শিবির এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ জেলার উচ্চপদস্থ কর্তারা।
এদিন আইন পরিষেবা শিবিরে শ্রমিক-শিশু-মহিলাদের বিভিন্ন আইনি সমস্যা, কৃষি কর্মের সাথে জড়িত ব্যক্তিদের সহায়তা, প্রতিবন্ধীদের ডাক্তারি পরীক্ষা ও শংসাপত্র দেওয়া, মানবিক পেনশনের জন্য নাম নথিভুক্ত করা, প্রবীণ নাগরিকদের আইনি সমস্যা, নেশাগ্রস্ত মানুষদের আইন সমস্যা প্রভৃতি বিষয় নিয়ে এদিন শিবির করা হয়।
মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল বলেন, এখনো পর্যন্ত ১২ হাজার প্রতিবন্ধীদের ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে। জেলায় হয়তো আরও কিছু প্রতিবন্ধী থাকতে পারেন। এদিনের শিবিরেও নাম নথিভুক্তকরণের কাজ হয়েছে। আইনে অনেক কিছু নিয়ম রয়েছে, যা এদিনের শিবিরে তুলে ধরা হয়েছে। বাল্যবিবাহ রোধে প্রশাসন এখন তৎপর। গ্রামীণ এলাকাগুলিতে গিয়ে বোঝানো হচ্ছে যে কম বয়সী মেয়েদের বিয়ে দিলে কি ধরনের ক্ষতি হতে পারে। জেলা জজের পক্ষ থেকে উদ্যোগ নিয়েই শিবিরের আয়োজন করা হয়েছে।