অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় শ্লীলতাহানির অভিযোগ
ভাসুরের অবর্তমানে জায়ের সঙ্গে দেওরের অবৈধ সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে, বউদিকে শ্লীলতাহানির অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। আক্রান্ত বউদি বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। রাতেই আক্রান্ত বউদি সমস্ত ঘটনা ইংরেজবাজার থানায় মৌখিকভাবে জানিয়েছেন।
জানা গেছে, ভাসুরের অবর্তমানে জায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল দেওরের। সেই সম্পর্কের প্রতিবাদ করেন বউদি। সমস্ত ঘটনা তিনি শাশুড়িকে জানান। শাশুড়ি তাঁকে সমস্ত ঘটনা চেপে যাওয়ার কথা বলেন। এরপরেই শাশুড়ি অভিযোগের বিষয়টি দেওরকে জানান। অভিযোগ, বিষয়টি জানতে পেরেই বউদিকে মারধর করে দেওর। কোনোমতে ঘরে পালিয়ে যান বউদি। সেই সময় দেওর ঘরে ঢুকে বউদির শ্লীলতাহানি করে বলে অভিযোগ। আক্রান্ত বউদি রাতেই সমস্ত ঘটনা ইংরেজবাজার থানায় মৌখিকভাবে জানান।
প্রতীকী ছবি।
Tags:
10 views