চাঁচলে এটিএমের ভল্ট ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের
চাঁচলে লক ভেঙে এটিএম লুঠের চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও এটিএম থেকে টাকা লুঠ হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
গতকাল রাতে চাঁচলের একটি এটিএমের ভল্ট ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে চাঁচল থানার পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এটিএমের ভল্টের কভার শুধু ভাঙতে সক্ষম হয়েছে দুষ্কৃতীরা। তবে এটিএম থেকে টাকা লুঠ করতে পারেনি দুষ্কৃতীরা। আপাতত ওই এটিএমটি বন্ধ রাখা হয়েছে। মেরামতের পরে এটিএমটি পুনরায় জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।
6 views