বোর্ড মিটিংয়ে ঘর ছাড়লেন বাম কাউন্সিলর
প্রায় ১১ মাস পর অনুষ্ঠিত হল ইংরেজবাজার পুরসভার বোর্ড অফ কাউন্সিলর্স সভা৷ সভায় দেখা যায় বাদবিতণ্ডাও। এমনকি সভা ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হন এক কাউন্সিলরও৷ যদিও তাঁকে সভাকক্ষের বাইরে থেকে ফের টেনে নিয়ে যান চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ৷
সভা শুরুর কিছুক্ষণ পরেই উত্তেজিতভাবে সভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বাম কাউন্সিলর দুলালনন্দন চাকি৷ সেই সময় বারান্দায় ছুটে এসে তাঁকে আবার কক্ষে ফিরিয়ে নিয়ে যান চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ৷ পরে দুলালবাবু সাংবাদিকদের জানান, তিনি চেয়ারম্যানের কাছে একাধিক বিষয়ে প্রশ্ন করায় এক তৃণমূল কাউন্সিলর তাঁকে থামিয়ে দেন৷ তাঁকে কথা বলতে দিতে বাধা দেন৷ এই সভায় তাঁর কথা শোনা হচ্ছিল না৷ তাঁর অসম্মান করা হয়েছিল৷ সেকারণেই তিনি সভা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন৷ পরে অবশ্য চেয়ারম্যান ভুল স্বীকার করে তাঁকে কক্ষে ফিরিয়ে নিয়ে যান৷
সভা শেষে কাউন্সিলর কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন, পৌর আইন অনুযায়ী প্রতি মাসে বোর্ড অফ কাউন্সিলর্স সভা করা বাধ্যতামূলক৷ কিন্তু এখানে সেই আইন মানা হয়নি৷ তবে আজ চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, এরপর থেকে প্রতি মাসেই বিওসি মিটিং করা হবে৷
চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ জানান, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্ণালি হালদারের বিরুদ্ধে আদালতে একটা মামলা চলছিল৷ মামলা চলাকালীন সভায় বর্ণালিদেবীকে ডাকায় বিতর্ক দেখা দেয়৷ তাই তাঁরা মৌখিকভাবে একটি সিদ্ধান্ত নেন, যতদিন না বর্ণালিদেবীর মামলা মিটছে, ততদিন বিওসি সভা বন্ধ রাখা হবে৷ কিন্তু এখনও পর্যন্ত সেই মামলার রায় হয়নি৷ অথচ পৌরসভায় বিওসি সভা ডাকা জরুরি হয়ে পড়েছিল৷ দুলালবাবুর সঙ্গে সভায় তাঁদের এক কাউন্সিলরের সামান্য কথা কাটাকাটি হওয়ায় দুলালবাবু সভা কক্ষ থেকে বেরিয়ে গিয়েছিলেন। তিনি দুলালবাবুকে ফের কক্ষে নিয়ে আসেন৷