রেশন ব্যবস্থা উন্নত করতে বৈঠক জেলাশাসকের
রেশন পরিসেবা উন্নত করতে জেলাশাসকের দপ্তরে রেশন ডিলারদের প্রতিনিধি ও খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন জেলাশাসক৷ এদিন বৈঠকে রেশনের খাদ্য দ্রব্যের মান উন্নত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়৷ জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডল, খাদ্য কর্মাধ্যক্ষ হাজি কেতাবুদ্দিন সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা৷
বৈঠক শেষে জেলাশাসক জানান, রেশন পরিসেবাকে উন্নত করতে এদিনের এই বৈঠক৷ নতুন রেশন কার্ড করা ও মৃত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়াকে আরো সুষ্ঠভাবে গড়ে তোলার লক্ষ্যেই এদিনের এই বৈঠক৷ নতুন রেশন কার্ডের হাতে না পাওয়ায় পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা এপ্রসঙ্গে জেলাশাসক বলেন, প্রতিদিনই নতুন রেশন কার্ডের আবেদন আসে, ইতিমধ্যেই বেশ কিছু নতুন কার্ড তাঁরা হাতে পেয়েছেন খুব দ্রুত সেগুলি বিতরণ করা হবে৷