শহরে বেআইনি টোটো ধরপাকড়, প্রতিবাদ চালকদের
শহরের রাস্তায় অনুমতি প্রাপ্ত টোটোর থেকে বেআইনি টোটোর দাপট বেশি। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিনই যানজটের সম্মুখীন হতে হচ্ছে শহরবাসীকে। এই অবস্থায় বেআইনি টোটো ধরপাকড় শুরু করেছে প্রশাসন। ধরলেই মোটা টাকার জরিমানা। এদিন প্রশাসনের এই অভিযানের বিরুদ্ধে জেলাশাসককে ডেপুটেশন দিল মালদা জেলার টোটো চালকরা।(#Toto)
13 views