ইংরেজবাজার কার্নিভাল শুরু ২৫ ডিসেম্বর থেকে
কার্নিভালের প্রস্তুতির দামামা বাজাল ইংরেজবাজার পুরসভা। কার্নিভালে এবার শহরবাসীকে এক নতুন চমক দেবে পুরসভা। কার্নিভালের মঞ্চ থেকে বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরা হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে এমনই সুর শোনা গেল পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকারের গলায়।
ভাইস চেয়ারম্যান জানান, ইংরেজবাজার পুরসভা সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। এই বিরাট কার্নিভালে থাকবে অঙ্কন প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট, সুফিগান, মাড়োয়ারি সংগীত ও আদিবাসী নৃত্য ছাড়াও স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। ১২ ডিসেম্বর মালদা কলেজ মাঠে অঙ্কন প্রতিযোগিতা ও ২১ ডিসেম্বর থেকে ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। তবে শহরের ব্যস্ততম রবীন্দ্র অ্যাভিনিউ শুধুমাত্র কার্নিভাল উদবোধনের দিন ২৫ ডিসেম্বর এবং শেষদিন ৩১ ডিসেম্বরে ড্রপগেট ফেলে যান চলাচল বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্য দিনগুলিতে যান চলাচল স্বাভাবিক থাকবে জানালেন দুলাল সরকার। সাধারণ মানুষের চলাচলে যেন কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর রাখবে প্রশাসন।
ভাইস চেয়ারম্যান আরও জানান, এই কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার নতুন মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রণ জানানো হবে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও।