সরকারি প্রকল্পে দুর্নীতি, প্রতিবাদ কৃষক সভার
মালদার কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে জেলাশাসককে দশ দফা দাবিতে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভার মালদা জেলা নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন হবিবপুরের বিধায়ক খগেন মুর্মু, সারা ভারত কৃষক সভার মালদা জেলা সম্পাদক প্রণব চৌধুরি সহ অন্যান্য নেতৃত্ব।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ঘোষিত বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। যেমন প্রধানমন্ত্রী গ্রাম আবাস যোজনা প্রকল্পের নীতি বহির্ভূতভাবে প্রস্তুত করা হচ্ছে। অযোগ্য ব্যক্তিদের ঘর দেওয়া হচ্ছে ও এছাড়াও পঞ্চায়েত ও ব্লক স্তরে প্রতিটি বড় হাটে সরকারি সহায়ক মূল্য ধান ক্রয়ের ব্যবস্থা সহ মোট দশ দফায় এদিন ডেপুটেশন দেওয়া হয়।
5 views