ইঞ্জিনিয়ারিং কলেজ হস্টেলে ছাত্রের রহস্য মৃত্যু
মালদার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়৷ ওই ছাত্রের মৃত্যুর কারণ ঘিরে রহস্য দানা বেধেঁছে৷
মালদা শহরের আইএমপিএস কলেজের ছাত্র হস্টেলে এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল আজ সকালে৷ মৃত ছাত্রের নাম শ্যামসুন্দর মণ্ডল, বয়স ২০। বাড়ি নদীয়ার কৃষ্ণনগরে। শ্যামসুন্দর কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। এদিন সকালে হস্টেলের একটি ঘরে ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে ছাত্ররা খবর দেয় কলেজের শিক্ষকদের৷ শিক্ষকদের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়৷ ইংরেজবাজার থানার পুলিশ এসে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷