জেলায় পঞ্চায়েত পরিকল্পনা ও বাজেট নিয়ে কর্মশালা
ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তরে পরিকল্পনা ও বাজেট রূপায়নে এগিয়ে এল প্রশাসন৷ এদিন দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত হল গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা ও বাজেট নিয়ে জেলাস্তরের এক কর্মশালা৷ এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ, জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা৷ কর্মশালায় অংশ নিয়েছিলেন জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সদস্যরাও৷
জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, এদিনের কর্মশালায় গ্রাম পঞ্চায়েত স্তরে পরিকল্পনা রূপায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে৷ একই সঙ্গে সেই পরিকল্পনা নিয়ে কীভাবে বাজেট তৈরি করা হয় তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে৷ গ্রামের মানুষজনকে সঙ্গে নিয়ে কীভাবে উন্নয়ন পরিকল্পনা করা যায়, আজকের কর্মশালার মাধ্যমে পঞ্চায়েত প্রধানরা তা বুঝতে পারবেন৷ তবে কোনও পরিকল্পনা গ্রহণের সময় সেই গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন সম্পদ, সমস্যা প্রভৃতি মাথায় রাখা প্রয়োজন৷